ছোট্ট মণি কেদে কেদে
   বলে তার মাকে।
সবার বাবা বাসায় আসে
  আমার বাবা কোথায় থাকে?

হাত বুলিয়ে দেয় না মাথায়
   দেয় না কিনে মজার খাবার।
সবার বাবা স্কুল থেকে নিতে আসে।
  কি হয়েছে আমার বাবার?

গত ঈদে ও বলেছিলে
   বাবা এসে কিনে দেবে নতুন জামা।
পুরনো জামা পড়তে ভালো লাগেনা
    বাবা আসবে কবে বলো না ও মা?

কি এমন কাজে ব্যাস্ত বাবা
     নেয় না আমাদের খোজ।
বাবার প্রতিক্ষায় পন্থের পানে
   চেয়ে থাকি রোজ।

খেলা শেষে সাথীদের বাবা
   আদর করে তুলে নেয় কোলে।
বলো না মা তবে কি বাবা
    আমায় গিয়েছে ভুলে?

বলো না মা কেন তুমি
    আচলে মুখ লুকিয়ে কাদ?
বলেছিলে বাবা সামনে আসবে
   তাহলে ভালো ভালো খাবার রাধ!

তবে কি মা তুমি বলে দিছো?
   আমার কাদা মাটির খেলার কথা!
বলে দিও বাবাকে আসলে সে
    খেলবো না এসব অযথা।

বাবা কে বলো আসলে বাড়ি
হয়ে যাব একেবারে ভালো ছেলে।
জড়িয়ে ধরে ঘুমাবো খুব
   অযথা এই খেলা কে খেলে?

মাগো পাশের বাড়ির সাব্বির
   তার বাপের হাত ধরে বাজারে যায়।।
কতকিছু কিনে আনে
   আমাকে দেখিয়ে দেখিয়ে কতকিছু খায়।

মাগো খেলতে গেলে বাবা নেই বলে
    অন্যায়ভাবে কতজন মারে।
বাবা থাকলে দাত ভাঙা জবাব দিতাম
    হাড়ে হাড়ে বুজিয়ে দিতাম তারে!

মাগো কতদিন বলো মাংস খাইনি
   দেওনি মাছের ঝোল পাতে তুলে।
বলেছিলে বাবা মাছ মাংস নিয়ে আসবে
    আসেনা কেন?- গিয়েছে কি বেমালুম ভুলে?

বলো মাগো বাবার প্রতিক্ষায়
  থাকতে হবে কত দিন, বছর,মাস?
বাবা ছাড়া একটা দিন ও কাটে না
  প্রতি মুহূর্তে যেন পড়ছে গলায় ফাস!

বাবা ছাড়া বলো আর কতদিন
   থাকতে হবে একা একা।
চলো মা,বাবা কে খুঁজে বেড়াই
  যদি পাই বাবার দুর্লভ দেখা!

অশ্রুপাত করে কাতর স্বরে
      কহিল মা অবুঝ ছেলে শোন।
তোর বাপ গেছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে।
   ধৈর্য্য ধরে আর কয়েকটি দিন গোণ।

তুই, আমি, তোর বাপে মিলে
   তখন কেবলই থাকব চির সুখে।
তুই আমার সোনা মানিক
    আয়রে আমার বুকে।

বাবা নেই বলে কি হয়েছে
  আমি তো তোর মা আছি।
সমস্ত দিয়ে বুকে আগলে রাখব
    যতদিন এই ধরাতে বাচি।
(প্রুফ রিডিং হয় নি)


,,,,কবিতার প্রেক্ষাপট : আমার বাড়ির অদুরে এক ২৫ বছর বয়সী তরুণ ইব্রাহিম হোসেন এর আজ পানিতে ডুবে পরলোকগমন হয়। এইতো বছর তিনেক আগে স্বপ্নের সংসার সাজিয়েছিল। আজ থেকে ২৭ দিন আগে একই সাথে তিন বাচ্চা জন্ম নেয়, মেয়ে বাচ্চা টা মারা যায়। ছেলে বাচ্চা দুটো এখনো সুস্থ আছে। সন্তানের মায়ের বিলাপে আকাশ বাতাস যেন ভারি হয়ে গেছে। সন্তান নিয়ে মায়ের বিলাপ থেকে এই কবিতা র জন্ম