স্কুলের হেড স্যার,
করে তিনি গড়বড়।
প্রতিষ্ঠানের আয়,
একা খান তরতর।
ক্লাস তিনি করেনা,
লাইব্রেরি সে ছাড়েনা।
বসে থেকে নীতি বাক্য,
বলে তিনি করকর।
ব্যাগ তার সাথে থাকে।
অফিসে অফিসে ঢুকে।
দেন তিনি ভাউচার।
নিত্যদিন - পরপর।
ফরম পূরণ কিবা,
রেজিষ্ট্রেশন ই- বা।
বোর্ড ফি জমা করে,
মেরে দেন থরহর
মঞ্জুরী নবায়ন,
কমিটি পদায়ন।
নানা অজুহাতে তিনি,
করে দেন জরজর।
ভাউচারে ভাউচারে।
অর্থ মারে নির্বিচারে।
হিসাব চাইলে তিনি।
রাগে ফাটে থরথর।
স্টাফ নিয়োগ দিয়ে,
মোটা টাকা খান নিয়ে
ডোনেশন নাম দেন
মুখ চলে খরতর।