হাটু পর্যন্ত পাঞ্জাবি পরে,
মাথায় দেয় গোল টুপি।
নবীর সুন্নত মুখে রাখা,
নামাজ পড়ে চুপিচুপি।
কথায় কথায় হাদিস বলে,
কোরান থেকেও শুনায়।
তাসবিহ হাতে ব্যাস্ত থাকে
খোদার যিকির গোনায়।
নানান কথার ফুলঝুরি তে,
ব্যাস্ত রাখে চারপাশ।
ভাবে সাবে আল্লাহ ওয়ালা,
ভিতরে কুটিল আবাস।
মাদ্রাসার নাম ভাঙিয়ে তিনি,
দানের অর্থ চেয়ে ফিরে।
তহবিলে জমা না দিয়ে বেশ ?
নিজের পেটে নিয়ে ভরে।
মাদ্রাসা মেরামতের নিয়্যাতে ,
অনুদানের টাকা পেলে।
নয়ছয় করে কাজ করিয়ে,
বাকি টাকা খাচ্ছে গিলে।