ভেজাল ভেজাল সবই ভেজাল,
ভেজাল ছাড়া কিছু নাই রে।
হাজারো ভেজালে র ভীড়ে তবুও,
তোর ভেজাল প্রেম চাই রে।
ভেজাল খেয়ে ভেজাল দেহে, চাই-
তোর ভেজাল প্রেমে ডুবতে।
ভেজাল প্রেমের গঙ্গা স্নানে,
আপাদমস্তক চুবতে।
ভেজাল কথা আর ভেজাল হাসি,
তোর ভেজালে পড়েছি প্রেমে।
যতই ভেজাল তোর মনে পুষ
ভেজাল রাখব মোর ফ্রেমে।।
ভেজাল করে ভেজাল জ্বরে
যতই দিস চাদর গায়ে।
তোর ভেজালেই আরগ্য চেয়ে
নূপুর পড়াবো রাঙা পায়ে।
ভেজাল আবেগে ভেসে গিয়ে,
যতই তুমি ডুবতে থাকো।
ভেজাল ভেলার ফোলা নিয়ে,
একটু খানি পার্শ্ব রাখ।