সোস্যাল মিডিয়া এখন তো আর,
সোস্যাল নাহি আছে ভাই,
নিত্যনতুন আন-সোস্যাল কাজে
ভীষণ লজ্জা পাই।
নানান ফাদে নানান জালে ফেলে
নিত্য প্রতারণা ঘটে।
সড়ল বিশ্বাসে গড়ল পানে
মেজাজ হাড়িয়ে চটে।
ফেক আইডি খুলে ছেলে টা কভু
মেয়ে হয়ে যায় শেষে।
মেয়েটা কভু প্রতারণার জালে
জড়ায় ছদ্ম বেশে।
নানান প্রেমের ছলনা বেসাতি
চলে যে নানা ফিকির।
অধার্মিক এথায় তীব্র ধার্মিক,
করে প্রভুর যিকির।
ফেইসবুকে এখন ঢুকা দায়
ন্যুড ভিডিও চলে আসে।
গুরুত্বপূর্ণ সাইটে ব্রাউযে
অবাঞ্চিত এড পেজে ভাসে