চলছে এখন কলি কাল।
হরিণ চাটে বাঘের গাল।

শেয়াল পালে মুরগির পাল।।
আশ্বিন মাসে পাকে ভাদ্র মাসি তাল।

শেয়াল কুকুরের এখন মিত্রতা বেশ।।
হাস মুরগির খোয়ার শেষ।

ইদুর দেখে বিড়াল ভয়ে কাপে।
বিড়াল ইদুর ধরার নেই কোন চাপে।

বান্দর এখন আর নাচে না।।
গৃহে ঘুরেফিরে - উঠে গাছে না।

ষড় ঋতু এখন এসেছে তিনে।।
শীত, গরম, বর্ষা- সবাই চিনে।

লজ্জাবোধ এখন লজ্জার কথা।
যা খুশি হয় যথাতথা।

শিক্ষকের কাছে প্রকৃত শিক্ষা নেই।।
শিক্ষা আটকে গেছে বাণিজ্য তেই।।

জ্ঞানীর কদর সমাজে ক্ষীণ।
টাকার কুমিরের জয়জয়কার যেন।

,,,,,,,
তাল বেতাল

নাচতে নাচতে নায়ক
গাইতে গাইতে গায়ক।
তাহলে বাচতে বাচতে বাচক?
খাইতে খাইতে খায়ক?

খেলতে খেলতে খেলোয়াড়।
জানতে জানতে জানোয়ার!
আনতে আনতে আনোয়ার।
মানতে মানতে মানোয়ার?

টানতে টানতে টানোয়ার?
শানিতে শানিতে শানোয়ার?

লেখতে লেখতে লেখক
দেখতে দেখতে দেখক!

পড়তে পড়তে পড়োয়ার।
সরতে সরতে সরোয়ার!

আঁকতে আঁকতে আঁকিয়ে।
পাকতে পাকতে পাকিয়ে?