বাচতে হলে শিখতে হবে,
শিখবে সকল কিছু।
শিখতে গিয়ে জ্ঞান খাটাও,
সকল কাজের পিছু।
যেজন শিক্ষতে হেলা করে,
সফলতা নাই তার।
বইয়ের বাইরে অনেক,
শিখতে হবে তোমার।
সকল শিক্ষা বইয়ে তুমি,
পাবেনা কখনো খুজে।
চারপাশ থেকে দেখেশুনে,
শিখবে নিজের বুজে।
নানান বিষয় পাবে তুমি,
শুনোনি কখনো আগে।
আগ্রহ নিয়ে জানলে দেখো,
তোমার ভালো ই লাগে।
তোমার চেয়ে বয়সে ছোট,
কিংবা দেখতে কালো।
হতে পারে তোমার থেকে সে,
অনেক গুণেই ভালো।
শিখতে হবে ধৈর্যের সঙ্গে,
নিচু করে তোর শীর।
জ্ঞানের দখল নিলে তবে,
মানবে সকলে পীর।
শেখার প্রয়াস জারি রাখো,
দোলনা থেকে কবর।
ওস্তাদের শাসনে সদা,
ধরতে হবে সবর।
জ্ঞানের খোজে নিত্য তোমার,
মেহনত কিছু হোক।
প্রতিদিন কিছু কিছু শিখে,
খুলুক তোমার চোখ।
(দীর্ঘদিন ফোনের সমস্যার কারণে আসরে আসতে পারিনি। অপ্রত্যাশিত ভাবে ছেলেরপায়ের নিচে পরে ফোনের ডিসপ্লে ভেঙে যায়। অনেক চেষ্টা করে ও ফোনের ডিসপ্লে লাগাতে পারি নি।দোকানে আগের মডেলের ফোন সেট হওয়াতে পাওয়া যায় না। হঠাৎ আজকে লক্ষ্য করলাম ডিসপ্লে ফাটা হলেও আগের মতো লাফালাফি করে না।মোটামুটি কাজ করা যায়। তাই কয়েকবার চেষ্টা করে এই লেখা টু প্রকাশ করলাম।