করম আলী মিয়া,
সারাদিন ধরিয়া,
কারণে - অকারণে
সবাই কে ধমকান।
বাজখাঁই গলায়,
আচ্ছা চমকান।
পান থেকে চুন,- বা
ছোটো কোন কারণে।
বাজখাঁই গলাটা
রুপপায় হরনে
খিটখিটে মেজাজে
কাউকে ভচকান।
খাবার দিতে দেরী?
তাই তিনি শক খান।
খেয়ে খেয়ে ভুরিটা,
হয়েছে টানটান।
বসে বসে তাই সে
শুধু ই ধমকান।
ধমকের চমকে,
কাউকে ভরকান।
ভীষণ চাপে রেখে,
স্বার্থ ফরকান।
তার বাক ঘুশিতে,
সবাই তরফান।
কাজে কাজে ক্রমেই,
নাঁক দুটো সিটকান।
ওঁতপেতে থেকে সে,
ছোটো ভুলে আটকান।
আটকে শঠতায়,
নিয়মিত ডোজ খান।
ধমকে চেঁপে -কেঁপে,
নিজেকে খাঁমচান।
ক্রোধে গর্জনরত,
যেন আহত বাঘ।
পরনের বসন
বাতাসে উল্টান।
রেগেমেগে বেরিয়ে
সব ই পাল্টান।
তবু তার কিচ্ছু
কমেনি গাধা - রাগ।
কাউকে চটকান
কাউকে মটকান।
এভাবে করমিয়া,
খুবই ধমকান।
ধমকে- ঠমকানে,
চলছে থমকান!