হয়না ভালো থাকা
ঘোরেনা সংসারের চাকা।
হয়ে যাচ্ছি নাকাবুকা।
অক্ষি গোলকে জল রাখা
বৃষ্টির শব্দে বেহুশ কাকা।।
চারদিকটা কেমন ফাকা ফাকা!
আর্তনাদ জ্বলন্ত ধামাকা?
গগনের শশধর বাকা।
প্রেয়সীর হাসি মাখা!
ঠুকরে ছিঁড়ে কাগজের টাকা!
হতাশার অমানিশায় ঢাকা!
টাকি মাছের ঝোল মাখামাখা!
জিভের উপর নিষেধ রাখা!
ভেজালে দেহে কর্কট ডাকা!
তরল পথ্য শুধু ই চাখা?
গড়লে ঘিরে থাকা
নরলে ভীষণ বাকা?
তরলে বিষ রাখা!
ফলে জলে হলাহল মাখা!
না খেয়েই তা বেচে থাকা!
,,,,,. ২...
ভাঙা রাঙা
এম এম মিজান
কুল ভাঙে ভুল ভাঙে।
হৃদয়ের তীর ভাঙে,
মাঝরাতে হাটের ভীর ভাঙে,
বোশেখি ঝরে নীর ভাঙে।
জমাট প্রেমের ক্ষীর ভাঙে।
কানা মুরিদে পীর রাঙে।
কর্মির সরলতায় নেতা চাঙে।
দুর্নীতিতে দেশ ভিখ মাঙে!
অভাবের রশি টাঙে।
ভালোবাসা লাফাঙে!
কত ভাঙে কত ভাঙি
নব রঙের আশে
সব সুখ পাশে পাশে।
ধরা দেয়না কেবল ফাসে।
ত্রিশদিন - বারোমাসে!
পরের দিন শুভ হবে।
চুপ থাক ধৈর্য নাশে!
সুখ লুকিয়ে তাতে রবে?