দাতগুলো কেন যেন
  দিচ্ছে ভীষণ জ্বালা।
মনে হয় নিজ থেকে,
  মুখে মারি দুটি  তালা।

মাংস দিয়ে ভাত খেলে,
  আটকে দাতের ফাঁকে।
খিলাল করতে যেন,
   আনি বাশ ঝাড় টা কে।

একট গরম পানি,
দাতের কাছে গেলে।
রেগেমেগে দাতগুলো,
  হামলা চালায় শেলে।

ঠান্ডা পানি পেলেই,
দাতের মেজাজ চড়া।
শিন শিনে পিন পিনে,
  হয়ে যাই আধমরা।

ব্রাশ দিয়ে মেজে মেজে,
দাত হয়ে গেছে ফাক।
হা করে বাতাস খেলে,
  দাত করে এটাক।

কত টুথপেষ্ট নিলাম,
  কত কিনলাম ব্রাশ।
পোকা তবু দাত দেখে,
   কেন যে খাইলো ক্রাশ?