যাদের হাতে টাকা আছে ধরা কে সরা কয়।
টাকার জোরে উরে উরে রাজ করে ধরাময়।

হাতে অনেক টাকা থাকলে মূর্খ ও জ্ঞানী হয়।
সভা - সমিতি তে প্রধান অতিথির আসন রয়।