আজকে আমরা জানব কিছু সুন্নতের কথা।
মন দিয়ে সবে শুনো- কথা বলোনা অযথা।
আল্লাহর নবীর সুন্নতের মাঝে কল্যাণ আছে।
অবশ্য পালন কর যবে শুনো আলেমের কাছে।
নবীর সুন্নত হলো কাউকে সালাম দেয়া।
হাসিমুখে কথা বলা ও খোজ খবর নেয়া।
হাত মুসাফা করাও একটা পূণ্যের কাজ।
নবীর সুন্নত তাই পাইওনা এতে লাজ।
আরেকটা সুন্নত বিধবা বিয়ে করা।
বিধবাদের মাথায় মুকুট - ছাতা ধরা।
পুরুষের চেয়ে নারীর সংখ্যা যাচ্ছে বেড়ে।
দ্বিতীয় বিয়ে তাই সুন্নত সক্ষম হলে পরে।
খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ সহ খাবে।
ডেকে শরীক করো যদি কোন অভাবি পাবে।
ছোটো ছোটো লোকমা সহ চিবিয়ে ভালো মতো।
স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো শত শত।
খাবারের পূর্বে হাত মুখ ধোয়া খুব ভালো।
নবীর সুন্নত ইহা রাখবে উজ্জ্বল আলো।
দস্তরখান বিছিয়ে তারপর খানা খাও।
পরে গেলে তাহা ভক্তি ভরে তুলে নাও।