মাগো তোমার বোনের ছেলে,
চোখ বাঁধা খেলার ছলে।
রবুকে না ছুয়ে বারবার
আমার গায়ে পরে ঢলে।
সেদিন ছিল ছুটির দিন,
তুমি ছিলেনা যেই ঘরে।
চকলেট এনে দিয়ে বলে
দেই তোরে আদর করে?
চল দু'জন খেলায় মাতি,
" জামাই - বউ"- মজার খেলা।
খালার হলুদ শাড়ি পড়ে।
নব বৌ হয়ে যা এবেলা।
ভাল্লাগে না এসব কথা,
যেই বলে দিয়েছি বো-দৌড়।
তেতুল এনেছি খাবি নাকি?
আয় খেলি পুলিশ - চোর।
"আইসক্রিম খুব মজার"?
বিক্রি করে জলিল চাচা।
স্কুলে যাবার পথে এসো,
দিব,-বলছি কথা হাছা।
কি বলিস? দুষ্টুমি করে!
ভাবিস না তো আজেবাজে।
যা গিয়ে তুই পড়তে বস,
সে-তো অমন নয় বাজে!
এই পাগলি এদিকে আয়,
লাল লাল নতুন চুড়ি।
পড়লে তোকে ভালো লাগবে,
করিস না তো জোড়াজুড়ি।
আরো দিবো লাল জড়ি- ফিতা,
, চুমকি, নোলক,নূপুর ।
খালাকে বলিস না!- এসো,
যখন নির্জন দুপুর।
হঠাৎ এলাকা শোরগোলে,
মানুষ হয়ে যায় জড়ো।
কার মেয়ে পানিতে ভাসছে?
তোলো,- সবাই ধরো।
ডাঙায় তুলে মুখটি দেখে,
সবাই যে হতবাক !
করীমের বেটি সুফিয়া যে!
ফুলেছে ঠোঁট, মুখ, নাক।
মায়ের কান্নায় সবাই,
হইছে রে পাগলপারা।
ক্যামনে হইলো কিছু ই,
পাইলাম না তো ইশারা।
যেমনে পারস তোরা এনে,
আমার মানিক দে বুকে।
একলা যেতে দিব না আর,
থাকব রে চরম সুখে।
(শিশুদের কথা উড়িয়ে দিবেন না। মন দিয়ে শুনুন, যত্ন নিন, তাদের ব্যাড ক্যারেস সম্পর্কে বোজান,একা কারো সাথে খেলতে, চলতে দিবেন না)