সুদ বলে কিছু নেই
   মুনাফা নতুন নাম।।
সুদের টাকা খাচ্ছে গড়াগড়ি
   গরীবের পিঠের তুলছে চাম।

সুদের হার ভয়াবহ
   দিনে দিনে বাড়ে।
মহাজনের টাকা শোধ করিতে
    সর্ব শান্ত করে ছাড়ে।

সুদ যেন কচু গাছ
   চারা কেবল গজাতেই থাকে।।
মূল টাকার কয়েক গুন শোধ করেও
    কেবল আটকে যায় চক্রবৃদ্ধি সুদের বাকে

মুনাফা হলো সেই জিনিস
   যার মুলধনের লাভ - লসের থাকে ভয়।
সুদের টাকা কেবলই বাড়তে থাকে
      সময় ব্যবধানে কয়েকগুণ হয়।

সুদ কে আল্লাহ হারাম - দন্ড যোগ্য  
    ব্যাবসা কে হালাল করে।
সুদ থেকে তোমরা বিরত থাক
    ব্যাবসা কর নবীর সুন্নত ধরে।

সুদ হলো শোষণের হাতিয়ার
     আধুনিক অর্থব্যবস্থার চরম দিক
সুদি অর্থব্যবস্থায় ধনী কেবল ধনী হবে
    গরীব অসহায় হয়ে ছুটে দিকবিদিক

সুদের টাকা শোধ করিতে
    ঋণের জালে যায় ফেসে।
একবার ঋণের খাতায় নাম লেখালে
    সংসারের সুখ হারিয়ে যায় অবশেষে।

সুদের হাত থেকে বাচতে হলে
   সঞ্চয় করতে হবে কিছু কিছু।
বিপদের সময় সঞ্চয় ঢাল হয়ে
    রক্ষা করবে তোমায় পিছু পিছু।



অসামাপ্ত