অতি লোভে তাতী নষ্ট
অতি দুঃখে গুমোট কষ্ট
অতি অভাবে স্বভাব নষ্ট

অতি আবেগে জীবন নষ্ট
অতি ক্ষরে মুখ নষ্ট
অতি লবণে তরকারি নষ্ট।

অতি আদরে সন্তান নষ্ট।
অতি নেতায় দল নষ্ট।
অতি সারে ফসল নষ্ট।

অত ভোজনে পেট নষ্ট।
অতি ওজনে স্বাস্থ্য নষ্ট।
অতি সন্ন্যাসী তে গাজন নষ্ট

অতি সাজনে চেহারা নষ্ট।
অতি কথায় ব্যাক্তিত্ব নষ্ট।।
অতি ব্যাথায় জীবন নষ্ট।

অতি লেনদেনে বন্ধুত্ব নষ্ট।
অতি ক্রোধে ধ্বংস স্পষ্ট
অতি পানিতে বাধ নষ্ট

অতি তেলে তরকারির স্বাধ নষ্ট।।
অতি পরামর্শে পরিকল্পনা নষ্ট।।
অতি হর্ষে মেতে কান্না ওষ্ঠ
,,,,,,,,,
  অতি জেদে নারী ভ্রষ্ট!
অতি ভ্রমণে গাড়ি নষ্ট।।
অতি ছাচায় দাড়ি নষ্ট।
অতি দর্পে ঈমান নষ্ট
অতি খাটায় শরীর নষ্ট।
অতি বাটায় পাটা পুতা নষ্ট
অতি হাটায় জুতা নষ্ট।।

অতি ক্ষুধায় ভোজন নষ্ট
অতি সাধায় গুরুত্ব নষ্ট।
অতি পরামর্শে কর্ম নষ্ট
অতি কট্টরে ধর্ম নষ্ট।

অতি মানে ই ক্ষতি!
জানিয়েছেন বিশ্বপতি।
টানতে হবে তাই যতি।
সবাই কে হতে হবে সতি!
তাইলে সুখ পাওয়া যায় যদি এক রত্তি!