নানান কথায় হেথায় হোথায়
কতই হলো ছন্দের চাস।
আজ তাই লিখতে চাই
নিজের ছেলের ইতিহাস।
নাম তার ইমাদ জুনায়েদ
বয়স ছয় ছুই ছুই।
১ নম্বর কাজ প্রায় ই করেন
ঘুমের মধ্যে শুই শুই😄
কি যন্ত্রণা চাই মন্ত্রনা
ঘুম ভাঙে না নয়টার আগে।
মুখ ধোয়া ব্রাশ করা
তার অপছন্দ লাগে!
সকাল বেলা খাওয়া দাওয়া
তার অপছন্দ খুব ই হয়।
পানি খেতেও মোবাইল দেখার বায়না।
শত চেষ্টায় হয়না হৃদয় জয়।
শিবা মটু রোবো বয়।
আরো টম এন্ড জেরি।
নিত্যনতুন ডাউনলোড করতে হবে।
নয়তো থাকবে অনাহারী!
পড়তে বসলে নানা ব্যাথা
শরীরে ঘুরে তেজে।
খেলতে দিলে দিব্যি সুস্থ
তাকে ঠেকায় বল কে যে?
এইদিকে লাফ ঐদিকে লাফ।
হাতড়ায় ঘুটে এলোমেলো।
নিজের আয়না একমাত্র বায়না।
খেলনার পাহাড় ডিঙিয়ে গেল
নয়া খেলনা নয়া বায়না
নয়া নয়া ফন্দি।
সে যেন মহারাজ "চরিত্রে "
আমরা তাহার বন্দী!
রাজা সে সাজা দেয়
তার কথার ব্যত্যয় হলে।
প্রধান অশ্র কান্না বিকট
হৃদয় যে যায় জ্বলে।
অসমাপ্ত,,,,,