আবুল মিয়া আবুল বিড়ি খেয়ে।
বাথরুমে বসে যায় গান গেয়ে।
একটা কু অভ্যাস আবুল মিয়ার।
বিড়ি না খেলে হয়না ক্লিয়ার।
বিড়ি না খেলে হাত পা ঢিলা লাগে।
ঘুম থেকে উঠে বিড়ি খায় আগে।
বুদ্ধি খুলে না বিড়ি নাহি খেলে।
ভাত খাওয়া লাগে না বিড়ি পেলে।
সিথানে প্যাক না থাকলে তাহার।
বন্ধ হয়ে যায় ঘুম ও আহার।
দুই তিন প্যাক লাগে এক দিনে।
সব সুখ ছাই হয়ে যায় বিড়ি বিনে।
বিড়ি তার কাছে খুব ই আরাধ্য।
খরচ যোগাতে তাই সবে বাধ্য