ঘুম পাড়ানী মাসি পিশি,
কোথায় গেলে চলে।
চোখের ঘুম হারিয়েছে,
কোন কিছু না বলে।
কতো ভাবে চেষ্টা হলো,
ঘুম এলো না চোখে।
কোন সে জন? কি কারণে?
আমার ঘুম রোখে।
ঘুমের ব্যামো কেন এলে?
জাগিয়ে দিতে মোরে।
ঘুম ছিনিয়ে কারে দিলি?
বলতে হবে তোরে?
ঘুম পাড়ানী মাসি পিশি,
কেন বাসেনা ভালো।
আমায় কেন ফেলে রেখে,
রাত্রি জাগিয়ে দিলো?
এপাশ করে শুয়ে শুয়ে,
ঘুম রে চোখে ডাকি।
ওপাশ করে যতো শুই,
ঘুম যে দেয় ফাকি।
কেমন করে ঘুম হবে,
আধার কালো ঘরে?
ঘুম আসে পরখ করি,
কামরা আলো করে।
আলো - কালো কোন ভাবেই,
ঘুম এলো না আর।
রাত্রি জেগে কবিতা লিখে,
করি সময় পার।