গ্রীষ্মের দাবদাহে
মাটি ফেঁটে কাঠ।
বর্ষার জল ছোয়াঁতে
প্রাণ পায় মাঠ।
শরতে সাদা মেঘের,
রোদ খুব মিষ্টি।
হেমন্তে ধান পাঁকে,
অপরুপ সৃষ্টি।
শীতে কি হিম হিম,
বায়ু দেয় দোলা।
মায়ের হাতের পিঠা,
স্বাদ যায় না ভোলা!
বসন্তে গাছে গাছে
কোকিলের গান।
ফুলে ফুলে সুশোভিত
বিধাতার দান।
,,,,,,,,,,,,,
একটা ফড়িং যুদ্ধ
৷৷৷৷৷৷৷৷৷
ফরিং ব্যাটা'র ইচ্ছে হলো
কুস্তি খেলতে যাবে।
বহুত বড়ো নাম কামাবে,
ইজ্জত বহু পাবে।
উড়ে গিয়ে পিপড়ার পালে,
দিলো চ্যালেঞ্জ ছুড়ে।
কে আছো সাহসী?লড়াই হবে,
আসো তবে কাছে উড়ে।
পিপড়া রাজা ভেবে-চিন্তে,
শোনো ভাই নব বলি!
পিলপিল করে হেটে হেটে
আমরা কেবল চলি।
লড়াই যদি করতে চাও?
মাটিতে নামিয়া আসো।
উড়ে উড়ে কি লড়াই হয়?
মুখ বের করে হাসো!
ফড়িং তাই ধড়াস করে
মাটিতে নামিয়া গেলো।
পিপড়ে রাজা সামনে গিয়ে
কুস্তি লড়তে এলো।
ফড়িং তাই পাখা নেড়ে নেড়ে
তুললো বায়ুর ঝড়।
পিপড়ে রাজা কামড়ে ধরে
করলো না নড়চড়।
পাখা নাড়িয়ে নতুন বলি,
করলো শক্তি ক্ষয়।
পিপড়ে রাজা তো অনায়াসে
নিশ্চিত করে জয়।
ফড়িং তাই ক্লান্ত দেহে
বললো আমার ভাই।
তোমার রাজ্য তুমি ই রাজা,
ভুলের ক্ষমা চাই।
পিপড়ে রাজা বললো ভাই
সবার ই আছে মান।
স্ব স্থানে ভালো থাকা
প্রভুর সেরা দান।।
বি:দ্র: আজকে কেন যেন কবিতার আসরে কবিতা প্রকাশ করতে পারছি না। তাই এখানে চেষ্টা করছি।
টাকার দাপট,,,,,
,,,,,,,,,,,,,,
টাকা যদি থাকে তোমার,
অনুষ্ঠানের চিপ গেষ্ট!
অন্যায় যতই করো না,
তুমি বেটার তুমি ই বেষ্ট।
,,,,,
হাতে যদি টাকা হয়
হালের গরু পাকা হয়
ভোজনেতে ডাকা হয়!
আলিশান প্রাসাদে তে
রাজা বেশে থাকা হয়!
হাতে যদি টাকা হয়।
মসজিদের কমিটি তে,
সভাপতি রাখা হয়।
হাতে যদি টাকা হয়
সমাদরের মিশ্রণে
গায়ে তেল মাখা হয়!
হাতে যদি টাকা হয়,
আচরণের আঁচড়ে
পথ ঘাট ফাঁকা হয়।
অমুক তমুক নামে
মিয়া সাব ডাকা হয়।
সমাজের নানা কাজে,
নানা ভাঁজে রাখা হয়।
হাতে যদি টাকা হয়,
সবে তার নাম লয়।
সম্পর্ক গড়ে তুলে,
ফুফা, মামু, খালু হয়!
হাতে যদি টাকা হয়!
সব কাজে সব ভাঁজে
মুখ চেপে রাখা হয়।
স্বার্থের কষাঘাতে
ছলনা আঁকা হয়!
হাতে যদি টাকা হয়!
গুলশানে থাকা হয়!
শখে বখে শিকলে তে
কুত্তা পেলে রাখা হয়।
মজাদার খাবারে তে
নিত্য জিভ চাখা হয়।
ভুড়ি ফুঁড়ি ঊর্ধাকাশে
বায়ু ছেড়ে নাঁকা হয়।
হাতে যদি টাকা হয়
বইয়ের পাতা জুড়ে
হাবিজাবি লেখা হয়!
মরণের আগে পরে
নামে ধারা রেখা হয়।
হাতে যদি টাকা হয়
আরো কত কিছু হয়।
পাপের পাহাড় চেপে
ভালো জন হয়ে রয়।
বলা যাবে এই কথা!
মনে কিছু আছে ভয়।