বছর ঘুরে আবার এলো,
    বরকতময় মাস।
ইবাদত বন্দেগী করে,
     পাপের করুন হ্রাস।

দিনের বেলা রোযা রাখুন,
   তারাবি পড়ুন রাতে।
বেশি বেশি কোরান পড়ুন,
     নামাজ রোযার সাথে।

মনে মনে যিকির করুন,
       হাতের কাজের ফাঁকে।
জামাতে দ্রুত শামিল হন
     খোদা তায়ালার ডাকে।

ইফতারের পূর্ব মুহুর্তে,
      ক্ষমা চেয়ে হাত তুলে।
প্রভুর দরবারে রোনাজারি,
  করুন আপন ভুলে।

আগেভাগে একটু উঠুন,
  সেহরি যখন খাবে।
তাহাজ্জুদ আদায় করে,
    প্রভুর নাজাত পাবে।

দানের সোয়াব খুব বেশি,
   একে সত্তর পাবেন।
রোযদারীর হিসাব নেই,
   যত পারেন খাবেন।

দানের ব্যাপারে চেয়ে চেয়ে,
   আত্নীয় পাবে আগে।
এমন ভাবে দান করুন,
চাওয়া যাতে না লাগে।।

তার উপর লানত হবে,
  রোযায় পায় নি মাফ।
রোযা এলে ধুয়েমুছে ফেল,
   তোর সব অভিশাপ

কবিতা : সিয়ামের ডাক
কবি: এম এম মিজান