শব ই বরাতের আহবান
- এম এম মিজান
কে আছো ঘাপটি মেরে
  লুটাও প্রভুর পানে।
অঞ্জলি ভরে দেবে
   শবে বরাতের শানে।


কে আছো পেরেশানি তে
  চাও নত শীর হয়ে।
প্রভু দিতে উদ্বেল
    নাও প্রার্থনাতে কয়ে।


রুজি নিয়ে টানাটানি
সংসারে নেই সুখ।
শুচি হয়ে মসজিদে
  মাথা দে একটু ঝুক।


বেকার হয়ে রয়েছো?
   চাকরির নেই দেখা!
কেদে কেদে আরশেতে
   কর্মে তোর নাম লেখা।


নানান যাতনা মনে
  প্রকাশের নেই ভাষা।
এই পূন্যের রজনী
দিতে পারে নব আশা।


ঘুমিয়ে থাকিস না যে
  ইবাদতে থাক লেগে।
নফল নামাজ পড়ে
   সারা রাত থাক জেগে।


যিকির করে হৃদয়ে
   খোদার নিবিষ্ট ধ্যানে।
যাই চাস প্রভু দেবে
   ধন, সম্পদ, জ্ঞানে।


দানের হস্ত খুলে
   এগিয়ে এসো সবাই।
নিখিল ভুবন মাঝে
   সবে মোরা ভাই ভাই।


অন্য প্রাণ করে তাজা।
   জিয়ে থাক হৃদ মাঝে।
প্রভু থাকে আর্ত কুড়ে
  খুশি হন ভালো কাজে।


প্রভু চায় লুটিয়ে নে
   আমি তো দেবার সাই।
খালি হাতে ফিরবি না।
  ফেরাতে লজ্জা পাই






ক্ষমার আবেদন

,,,,,,,
  আজ আছি হয়তো কাল
থাকবো না তোমাদের মাঝে।
ক্ষমা করে দিও তোমরা
  যদি ব্যাথা পাও কথা কাজে।

হয়তো মাইকে বাজবে
   আমার চির বিদায়ী সুর।
ভুলে যেওনা যেন তোমরা
  হেটেছি তব কিছু দূর।

চলার পথে বলার মতে
না জেনে ব্যাথা দিয়েছি।
শেষ প্রহরে বায়ু বয়ে
ক্ষমার প্রার্থী তাই হয়েছি।