সেলফি!

কোন জমানা আইলো ভাই কিছু বুজিনা! সঠিক- বেঠিক আমরা কিছু যে খুজিনা!

অদ্ভুত অঙ্গ  ভঙ্গিতে তোলে যে ফটো,
সেলফি ভাইরাসে আক্রান্ত বড়ো বা ছোটো!















🍒🍒খ্যাপা,,,,,, 😃😃

খ্যাপা রে খ্যাপা কোথায় যাস?
বাশ ঝাড়ে গিয়ে কাটবো বাশ!

বাশ কি হবে?
বানাবো লগি!

লগি কি হবে?
মারবো গুতা!
বের হবে সব
লাল লাল সুতা!

সুতা কি হবে?
পাকাবো রশি!
বাঁধব কশি!

বাধবি কাকে?
বড়ো বড়ো চোর!
যে হারামখোর!

বেধে কি হবে?
ফেলবো নদে!
মাছে মঁজে  খাবে!

মাছ কি হবে?
আনব ধরে!
ভেজে ই খাব
কড়াইয়ে করে!

খেলে কি হবে?
প্রতিশোধ নেব,
দুর্নীতি তে
আঘাত দেব।