নামাজ,,,

মাথা ছাড়া দেহের যেমন,
   কোন মুল্যে ই নাই।
মুসলমান হতে অবশ্য,
   নামাজ পড়া চাই।

নামাজ ছাড়া মুসলমান
   বিরান মরুভূমি।
পূন্যের জলে যতো ভেঁজাও
     শুকনো  পাবে তুমি!

সকল ইবাদতের পূর্বে,
   সালাত দেখে সাঁই।
সালাতের হিসাবে বেমিল?
   তবে তো রক্ষা নাই।

মুমিন ও কাফেরের মাঝে,
    পার্থক্য ঐ নামাজ।
প্রকৃত মুসলমান হইতে,
  নেও নামাজী-সাঁজ ।

সালাত হলো তো মোমিনের ,
  মেরাজের মতোন।
স্রষ্টার সাথে সংযোগ,
   গড়ে অতি যতোন।

সালাত আদায় নিয়মিত,
  দেয় ঈমানী নুর।
সালাত ছাড়া মুসলমান,
পাপিষ্ঠ অসুর।

সব হালতে পড়তে হবে,
সালাত নিয়মিত।
পানিতে হাবুডুবু খেলেও,
  পড়ো  ইশারা মতো।

২) সূর্য,,,,,

পাখির ডাকে ঘুম ভাঙে,
জেগে উঠে দেখি!
টকটকে লাল সূর্যটা,
পানিতে দোলে,সেকি?

সুর্য উঠে স্নান করে,
পুব আকাশে বসে।
আলো দিয়ে ভরিয়ে দিতে,
সারা পৃথিবী চষে।

সূর্য উঠলে হেসে উঠে,
বন বনানী - তরু।
সবার হাসির দায় নিয়ে,
সূর্যের দিন শুরু।

সূর্য তাই ঘুমিয়ে থাকে,
  রাতের সময় টুকু।
ঘুম ভাঙতে দেরি হলে,
স্কুলে যায়না খুকু।

সুর্য  আলো বিলিয়ে দেয়,
কেমনে সব দেশে?
কেমনে সে পথ চিনে?
ফিরে কাজের শেষে?

কেমনে সুর্য মামা হলো?
  নানার ছেলে নাকি?
সব মায় সূর্যের বোন?
  সত্যি?  না শুধু ফাকি?

সূর্য যদি মামা হলেই,
    বলি তবে শুনেন।
কেমন করে দিন, মাস,
  বছর টা গুনেন?

কেমন করে ঝলমলে,
   পৃথিবিটা সাজাও?
কেমন করে আলো মেখে  
  প্রকৃতি টা সাজাও?