মজুরি
উদয়াস্ত ঘাম ঝড়িয়ে,
আমি করি তোমার কাজ।
শ্রমিক আমার নাম জেনো,
বলতে নেই কোন লাজ।
আমার শ্রমে আমার ঘামে,
গড়ে তোমার সুখ -সাধ।
তোমার জীবন কংক্রিটে,
আমারটা বালির বাঁধ।
আমার শ্রমে তুমি মালিক,
আমি গড়ি তোমার ভাল।
অকৃতজ্ঞ হয়ে তবে কেন?
আমাকে দেও বলো গাল?
রোদে পুড়ে বৃষ্টি তে ভিজে,
আমি গড়ি নব-মিনার।
আমার মিনার ভাঙাচোরা,
পাইনা সুখের কিনার!!
আমার শ্রমের মুল্যে দিতে,
চলবে কেন গড়িমসি?
ভাবখানা লও ভিক্ষা নিয়ে ,
গরীব বাঁচে দিবানিশি!
কাজের বেলায় ষোলো আনা,
মজুরির বেলায় সিঁকি।
তোমার টা নগদ নগদ
আমার টা জনম বাকি?
আমার পিঠের চাঁমরা সেঁকে,
চালু রাখি অর্থনীতি ।
ন্যায্য মজুরী চাইতে গেলে,
ছলচাতুরী? কেন ভীতি?
সঠিক মজুরি যদি দেয়,
শ্রমিক আনন্দ নিয়ে।
দ্বিগুণ পণ্য উতপাদনে,
প্রোফিটে থাকে এগিয়ে।
শ্রমিক - মালিক ঐক্য চাই,
চাই কাজের পরিবেশ।
অর্থনীতি চালু থাকলে ,
এগিয়ে যাবে প্রিয় দেশ।
চাই মজুরি চুকিয়ে দিবে,
ঘাম শুকানোর আগেই।
মজুরি পেতে লড়ব কেন?
প্রশ্নটা মনে জাগে ই!