রমজানের রোজা রেখে পাইতে চান মাফ?
পানাহার বর্জন করে ছারতে হবে পাপ!
ফাইল আটকে ঘুসের আশায় রইলে বসে!
রোজা রেখে মাফ পাবে?-এ ভীষণ সর্বনেশে
দুধের সাথে জল ঢেলে সারছো তুমি কাম!
মাফ পাবে কি রোজা রেখে নিলে প্রভুর নাম
অক্ষরে অক্ষরে মিথ্যার অভ্যাস জন্মগত!
রোজা রেখে স্বর্গ তুমি করবে কুক্ষিগত?
খাদ্য ভেজাল করে বেশ মাল কামিয়ে নিয়ে!
খোদার মাফ পাবে না তুমি শুধু রোজা দিয়ে
যে গামছা বেঁধে সুদের টাকা আদায় করো!
ক্যামনে রোজা রেখে মাফের আশা করো?
গুদাম ভরে দাম বাড়িয়ে করো বেশ লাভ!
রোজা রেখে টুপি পরে ধরো হে ধার্মিক ভাব
জবরদখল করে তো খাও পরের ধন
রোজা রেখে পার পাবে কি? -সায় দেয় না মন!
আল ঠেলে জমি নিয়ে করো তুমি চাষ!
ফেরেস্তা অপেক্ষায়- নিয়ে সোজা বাশ!
ফল পাকালে কার্বাইড দিয়ে পেল বেশ রঙ!
সামনের কাতারে নামাজ পড়ো- বুঝি এটা ঢঙ!
ফরমালিন দিয়ে বাড়ালে স্বাস্থ্য ঝুঁকি!
রোজা রেখে স্বর্গে মার ছো তুমি উঁকি!
রোজা এলো সোজা করতে রইলে তুমি বাঁকা
বাঁকা হয়ে কবরে গেলে টের পাবে খোকা
,,,,মায়ের ডাক ,,,,,
কইরে গেলি আয়
রাখ ধুলোর খেলা।
গগন কালো হলো
নেমে সন্ধ্যা বেলা
শো করে বায়ু বহে,
যাচ্ছে শোনা নাদ।
গরু ছাগল এনে
গোয়ালে কষে বাধ।
শুকনো খড়ি-পাতা,
ঘরেতে এনে তোল।
পুতুল নিয়ে খেলা
এখন তবে ভোল।
আমেনা পাঁজি মেয়ে
জ্বালাস নে আর!
আঙিনা ঝাড়ু দে তো
বলি অনেক বার।
খাবার পানি এনে
কলসি রাখ ভরে।
আকাশ ভেঙে বুঝি
বৃষ্টি এলো পরে!
পুকুর থেকে ডেকে
হাস নে ঘরে তুলে
ছাওয়ালি মুরগী,
নিতে যাসনে ভুলে।