কোরান পড় তোমরা সবে
কোরান মতো জীবন গড়ো।
কোরানের বিধানে জীবন চালাও।
আল্লাহ -রাসুলের নির্দেশনা অনুসরণ করো।
কোরান পড় খুব প্রত্যুষে
কোরান পড় নিদ্রার আগে।
কোরান পড় কাজের মাঝে
মনে যখন ইচ্ছে জাগে।
কোরান পড় দেখে দেখে
কোরান পড় মনে মনে।
কোরানের সাথে ভাব জাগাও
জীবনের সকল ক্ষণে ক্ষণে।
কোরান পড় অর্থ বুজে
কোরান পড় মেনে চলার ভাবে।
কোরানের সাথে সম্পর্ক গড়ো
এই কোরান তোমায় জান্নাত নিয়ে যাবে।
কোরান হলো তোমার সাথী
আধার কবরে উজ্জ্বল বাতি।
কোরান তোমার উকিল হয়ে
খোদার দরবারে করবে মাতামাতি।
কোরান পড় তোমরা সু সময়ে
কোরান পড় বুকফাটা দুখের মাঝেও।
কোরান পাঠ জীবনের পরতে পরতে
জারি রাখ- জেনে না জেনে ও।
কোরান জানো কোরান মানো
হৃদয়ের গভীরে কোরান আনো।
কোরান থেকে জ্ঞান বিজ্ঞানের কথা
শিক্ষা - প্রশিক্ষণের মাধ্যমে টানো।
কোরান পড় খাবারের আগে
কোরান পড় খাবার খাওয়ার পরে।
কোরান পড় হাটতে চলতে
কোরান পড় যানবাহনে চড়ে।
কোরান পড় সর্ব হালতে
কোরান পড় কাক ডাকা ভোরে।
কোরান পড় ঘর থেকে বের হয়ে
কোরান পড় ফিরো যখন আবার দোরে।
কোরান পড় বিয়ের আগে
কোরান পড় মধুর মিলনের ক্ষণে।
কোরান পড় বাচ্চা জন্মের পরে
কোরান পড় ভক্তি সুধার সনে
কোরানের সাথে চলো
কোরানের মতে বলো
কোরানের দিকে ঢলো
কোরানের মায়ায় গলো
কোরানের ছায়ায় চলো
কোরানের শক্তিতে জ্বলো