আবু হোরায়রা থেকে বর্ণিত জানি।
রাসুল ইরশাদ করেন সকলে মানি
ব্যাক্তি সম্পর্কে ধারণা থেকে বিরত হও
কুধারনা হলো জঘন্য মিথ্যা জেনে নাও
কারো দোষ ত্রুটি করোনা জানার চেষ্টা
গোয়েন্দাগিরি জঘন্য হইওনা পথ ভ্রষ্টা
কারো দরের উপর নিজে রেখোনা দাম।
অন্যর সাথে করোনা দালালি র কাম।