আর মাত্র কয়েক দিন
আসতেছে মাহে রমজানের দিন।
এখন থেকে প্রতিজ্ঞা নিন।
রোজা রাখব ত্রিশ দিন।
কাজের চাপ কমিয়ে দিন।
দ্রব্যমূল্য সহনশীল করুন।
কোরান শেখার প্রস্তুতি নিন।
কোরান দিয়ে জীবন গরুন।
প্রকাশ্যে পানাহার এড়িয়ে চলি
অশ্লীলতা পরিহার করি।
সদা সত্য কথা বলি।
আজ থেকে ই চলো নামাজ পড়ি।
দিনের বেলায় রেস্তোরাঁ বন্ধ রাখি।
সবাই মিলে সংযমে থাকি
তারাবিহ পড়ব মসজিদে গিয়ে।।
কুশল বিনিময় করব সালাম দিয়ে।
তারাবিহ-সেহরিতে লোডশেডিং না দেই।
গরীব প্রতিবেশী - আত্নীয়ের খোঁজ নেই।
রোজা রেখে শ্রমিক কাজে যবে
কাজের বোজা হালকা করে দেবে।
অপর রোজাদার কে।
ইফতার করাব খুশি থেকে।
গরীব, অসহায়, বৃদ্ধ আছে যে জন
অর্থ, খাদ্য দিয়ে দু:খ লাঘবের নেও পণ।