ক্রোধ যে দমন করে,
সফলতার চূড়ায় চরে,
স্মরণীয় বরণীয় হন তিনি।
ক্রোধের সাথে জড়িয়ে,
জীবনে দু:খ আসে গড়িয়ে।
কপাল চাপড়ে কাদে চিরদিনি।
কায়ায় রাখলে ক্রোধ,
থাকে না ভালো - মন্দ বোধ।
উন্মত্ততা ধ্বংস ডেকে আনে।
ক্রোধ মনে পুষে রেখে,
স্ট্রোক এনো না দেহে ডেকে।
জীবন থেমে যাবে যে প্রস্থানে।
কারো কথা- ব্যাবহারে,
রাগ চরম বাড়তে পারে।
নিজেকে নিয়ন্ত্রণ রাখো যদি।
ঠান্ডা মাথায় ভেবে,
খারাপ টুকু উড়িয়ে দেবে।
ভালো থাকবে তবেই নিরবধি।
কারো প্রতি রাগ হলে,
কবর স্থানে যাও চলে।
ভাবো এরা ছিলো ধনে- বলে কম?
সময়ের ব্যবধানে,
তুমি যাবে কবর স্থানে।
ঐ বুঝি দুয়ারে এলো কালো যম?
রাগ বেশি উঠে গেলে,
যাবেন তবে ওযু- গোসলে।
পানির সাথে গুলিয়ে দেন ধুয়ে।
ধর্মীয় কিতাব পড়ে,
ক্ষমার্হ নয়নে নড়েচড়ে।
মাটিতে গড়িয়ে দিন রাগ থুয়ে।।