ছোট্ট পাখি বল তুমি
তোমার কোথায় বাড়ি?
তোমার কোথায় ঘর?
কোথা থেকে পেলে বল?
এমন মিষ্টি স্বর!
কোথায় পেলে রঙিন পালক?
দূর আকাশে কিভাবে ওড়?
আমায় তোমার বন্ধু বানাবে?
তোমার দলে আমায় একটু জোড়।
কে জাগায় তোমায় ঘুম থেকে?
কে ধুয়ে দেয় মুখ?
কোন ফ্রিজে খাবার রাখো?
কি খেতে লাগে বল সুখ?
কিভাবে তুমি বাসা চিন?
কে চেনায় তোমায় পথ?
কিভাবে তুমি বুঝতে পার?
নানা পাখির নানা মত!
বাসা বানানোর প্রযুক্তি
কে তোমায় বল শেখায়?
আধার রাতে বিনা আলোয়
কে তোমাকে পথ দেখায়?
কোন আশা নিয়ে ছানা ফোটাও?
কেন পোকা দাও খেতে?
বুড়ো বয়সে কি তারা তোমায়
দেবে ভালোবাসার আঁচল পেতে?