উচ্চে তুলে দুই হাত
করি মুনাজাত
দয়ার দরিয়া প্রভু।
আমি নাদান
ভুলতে পারি তোমায়
তুমি ভুলোনা আমায় কভু।
জলে স্থলে
বিচরণ করি যবে
সাহস যুগিয়ো ছোট্ট মনে।
বিপদ আসিলে পরে
সহিবার দিও শক্তি
পেরেশান করোনা দুর্যোগ ক্ষনে।
এতো গরীব করোনা
রিজিকের চাপে তোমায় যাই ভুলে।
এতো ধনী করোনা
সম্পদের পেরেশানি তে
তোমার নাম রেখে দেই শিকোয় তুলে।