মাংসের সঙ্গে আলু দিলে,
    কত্ত ভালো লাগে।
সদাই থেকে এই দুটো,
  হারিয়েছে কত আগে।

আলু দিয়ে ভর্তা খেতাম,
   তাও হবে না আর।
লাপিয়ে যাচ্ছে চলে,
  পকেট থেকে বার।

মাছের সাথে আলু দিলে,
   ভাত ডলে খেত খুকী।
বাজারে গিয়ে আলু কেনা,
   এখন একটা ঝুকি।

আলু ভাঁজি খুবই মজা,
  রুটি - পরোটার সাথে।
দামের লাপে দিশেহারা,
   উঠে না আর পাতে।

আলু সবার পছন্দ,
  জুতসই সব পদে।
আলুর দাম বেড়ে গেছে,
   আছি তাই বিপদে।

আলু এখন হিরে হয়ে,
  খুব কদরে আছে।
অল্প আয়ের মানুষ,
  জিম্মি আলুর কাছে।

জিম্মি হয়ে বলে ওরে,
    সরকার মহোদয়।
ক্যামনে দেশ চালাস রে?
  দাম কেন এতো হয়?