পর্দা
পর্দা নারীর সৌন্দর্য,
পর্দা রক্ষা কবয।
পর্দা করলে বেড়ে যায়
বুদ্ধি ও মগয।
পর্দায় থাকা নারীগণ,
পাপড়ি ঢাকা ফুল।
যে ফুলের গন্ধে,
মাতে রে অলিকুল।
পর্দা হলো নারীর জন্য,
আব্রু রাখার ঢাল।
সম্মান নিয়ে বাঁচতে,
বড়সড় দেয়াল।
পর্দা হলো নারীর তরে,
খোদার সেরা দান।
পর্দা বাড়ায় ইজ্জত,
বাঁচার সমাধান।
পর্দা করে কেউ পরে না,
টিজিং এর ফাঁদে।
বেপর্দা থেকে বহু নারী,
বুক চাপড়ে কাঁদে।
"পর্দানশিন নারী সঙ্গী " -
চায় সব পুরুষ।
বিয়ে তাদের আগে হয়,
হয়না দিতে ঘুস।
রুপ লাবণ্য বেড়ে যায়,
যারা পর্দায় থাকে।
সকল বিপদ- আপদ,
প্রভু মুক্ত রাখে।
পর্দায় থাকো মা জননী,
দেহ রাখুন ঢেকে।
নিজের অঙ্গ খোলা রাখে,
পশু -পাখি বিপাকে।
(২) সালাম বিনিময়,
আসুন সবাই সালাম দেই,
বড়দের কে দেই ছোট।
সালাম দিয়ে পরিচিত হই,
ভ্রাতৃত্ব করি প্রস্ফুট।
সালাম দিলে পাই ৯০ নেকি,
জবাব দিলে পাই দশ।
খোদার রহমত পেতে গেলে ,
সালাম কষ্ঠি - পরশ।
সালাম দিয়ে অনুমতি নিয়ে,
তবে ই গৃহে প্রবেশ।
বিনা সালামে গৃহে তে ঢুকলে,
হবে লজ্জা -পরবশ।
সালাম দিলেই শ্রদ্ধা বাড়ে,
একের প্রতি অন্য জনের।
সালাম দিলে ই রাগ কমে যায়,
কষ্ট লাঘব মনের।
আপনার বাচ্চা কে শিখান,
বড়দের সালাম দিতে।
সালাম দিলে দোয়া করে সবে,
স্নেহ -মমতা - খুশিতে।
সালাম দিলে ই ঝগড়াঝাটি,
আসতে পারে বেশ কমে।
সালামের প্রচলন বেশি করে,
সমাজে দাও হরদমে।।