মিষ্টি ভাষা বাংলার বুকে
   পেরেকঠোকা করে ছেড়ে!
বাংলা ভাষার বিকাশ থামাতে  
   পেছন থেকে কলকাঠি যাচ্ছে নেড়ে।  

ফাগুনের ৮ তারিখে
    মাতৃভাষার মর্যাদার তরে।
বুকের রক্ত ঢেলে ছিনিয়ে আনে
   অথচ! - ইংরেজি ২১ কে স্মরণ করে!

মাতৃভাষা বাংলার আকাশে
  শকুন উড়িয়ে দিল যে হায়না।
তার হাতেই মাতৃভাষা মর্যাদা রক্ষার দায়িত্ব!
      ছবক দিচ্ছে! - তুলছে নানা বায়না।

আন্তর্জাতিক বোধগম্য হবার ছলে
    আদালতের রায় দেয় ইংরেজি ভাষায়!
মাতৃভাষা নিয়ে এরাই গলা ফাটায়
     বিষয় টা আমাকে বড্ড হাসায়!

মাতৃভাষার দাবিতে ছাত্র জনতা
    করিল অকাতরে জীবন দান।
বাংলা এখন "এন আন স্মার্ট ল্যাংগুয়েজ "!
    বাবুরা বাংলায় বলতে লজ্জা পান!

বাংলা র জন্য জীবন দান হলো
   বাংলা ফিরেছি কি আপন নীড়ে?
বাংলায় শিক্ষিত চাকরি পান না
  ইংরেজি রেখেছে চাকরির বাজার ঘিরে।

অফিস আদালত কোথাও খুঁজে
   হচ্ছে না বাংলার মর্যাদা রক্ষা।
ইংরেজি ক্যালেন্ডারের পাতায় আটকে
  বাংলা পঞ্জিকা ভুগে যক্ষা।

বাংলা পঞ্জিকা উইপোকার দখলে
    ইংরেজি চলছে জোরেশোরে
চিকিৎসকের ব্যাবস্থা পত্র ইংরেজিতে না হলে
     মানইজ্জত যায় যে বেঘোরে!

সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন
    উচ্চশিক্ষার সকল পাঠ্যক্রমে।
বাংলা তালাক! -ইংরেজি র সাথে পরকীয়া!
     জাতি তলাচ্ছে অতল চোরা ভ্রমে।



      

  

অসমাপ্ত,,,,,,,,,