পাখির মতো উড়বো আমি
ছুটব আকাশ পানে।
আজকে আমি পাখির মতো
বলবো সুরে ও গানে।
আজকে আমি বাধন হারা
নিয়ম ভাঙা পাখি।
আজকে আমি দেখব কত,
নতুন চখা চখি।
আজকে আমি বলব যত,
মনের ভাষা খুলে।
আজকে আমি মানুষ আছি
যাবো যে শুধু ভুলে।
আজকে আমি ডানা মেলে,
বন বনানীর পরে।
ফুল ফলের সুভাস নিব,
ডানাতে ভর করে।
আজকে আমি দেখব আর,
নিব মজা লুটে।
পাকা ফলের স্বাদ চাখব,
গাছের ডালে উঠে।
আজকে আমি আর আমি নেই,
আমি হলাম পাখি।
আনন্দে তা-ই নাচছি বাদারে,
সকল কাজ রাখি।
পাখি
এম এম মিজান