কালো আর সাদা,
দু:খ কষ্টে জীবন বাঁধা।
খয়েরী আর লাল।
চারিদিকে স্বার্থের জাল।
আকাশী আর নিল।
কথা ও কাজের নেই মিল।
হলুদ আর ছাই।
সুসময়ে সবে ভাই ভাই।
গোলাপি আর মেটে।
স্বার্থ ফুরালে পড়ে কেটে।
বেগুনি ও তাঁমাটে।
হালাল অর্জন করো খেটে।
কতো রঙের কত বাহার।
স্রষ্টা দিলেন ধরায়।
সকল রঙের আকর্ষণে,
জীবন যাপন গড়ায়।
একটা ই যদি রঙ হতো,
থাকতো না ভিন্ন ধারা।
জীবন কেমন হতো বলো?
হতো ভীষণ দায়সারা।