বাটপারে বাটপারে মাসতুতো ভাই,
বাটপারে বলে চল ভাগযোগে খাই।
আমি খাই তুই খা করিস না বাড়াবাড়ি
তুই আমি মিলে তো করবো না কাড়াকাড়ি।
তুই চল তোর লাইনে আমি চলি আমার।
জগতের সব সম্পদ যেন আমাদের মামার।
আলস্য ত্যাগ করে নেমে যা মাঠে।
বাটপারি ছড়িয়ে দিতে হবে পথে ঘাটে।
নতুন নতুন কাজে নতুন বাটপারির ধরণ।।
বাটপারির নব দিগন্তে হবে পর জাদাত হরণ।
ছলাকলা শিখে নে মুখে আন মধু।।
কথায় পাকিয়ে ফেল ডেগা-কাচা কদু।
ছল কর বল কর দেখা জারিজুরি।
অফিস আদালতে কর ঘোরাঘুরি।
দেখে নে চেখে নে সহজ সরল কি না!
উপকারের ভাব ধর - ব্যাবসা কর পুজি বিনা।।
সবখানে সমানভাবে জন্মাও বাটপারি।
বাটপারি তে বিশ্ব রেকর্ড অতি তাড়াতাড়ি।
মসজিদ মন্দির নয় কোন বাছবিচার।।
বাটপারির পক্ষে আওয়াজ কর স্বোচ্চার।
এভাবেই জমেছে কাজের মাঝে বাটপারির ধাচ।
বাটপারি এখন মহামারি করতে পারি আচ!
এমন কোন যায়গা নেই- বাটপারি নেই।
বাটপারি এখন দেখি সব খানেতে ই।
মসজিদ মাদ্রাসা ও নেই এর ভিন্ন।
বাটপারি ছড়িয়ে পড়ে খুব ই জঘন্য!
হেদায়েতের বাতি আজ নিভু নিভু।
হেদায়েতের জায়গা বাটপারদের দখলে -
ক্ষমা কর প্রভু