আমরা!
খাওয়ার সময় রান্না করি
  রান্নার সময় খাই!
যাওয়ার সময় আসতে থাকি
  আসবার সময় যাই!

পড়ার সময় বসে খেলা করি,
খেলার সময় তে পড়ি!
ধরার সময় যবে ছেড়ে দেই!
ছাড়ার সময় তে ধরি।

যৌবন বয়সে রোজগার করি,
যৌবন শেষে করি বিয়ে।।
ছিচকে চোরকে আটকে রাখি,
  বাঁচি বড়টা ছেড়ে দিয়ে!

ঘুমের সময় বসে টিভি দেখি!
  টিভি দেখি ঘুমের ঘোরে,
কাজের সময়ে অলস ঘুমাই,
  ব্যস্ত হই অতি ভোরে!

হাঁসার সময়টা কাঁদতে থাকি!
কাঁদার সময়টা হাসি।
ভালোবাসতে গেলে দূরে সড়াই!
  দূরেতে গেলে ভালোবাসি!

বাঁচার সময় মরে পরে থাকি
  মরার সময় তে বাঁচি!
বাছবিচার -জ্ঞান  করা ছাড়াই
  অন্যর কথায় তো নাচি!

চাষের সময় তে ফসল বুনি!
বোনার সময় তে চাষ!
ধনী কে নিয়ে বাজেট পেশ করি,
  গরীব কে দেই যে ফাঁস!