কনডম দুর্ঘটনায় জন্ম যাদের,
আজান দেওয়া হয়নি কানে।
তারাই কেবল বিশ্ব নবীর শানে -মানে
বারবার ঘৃণার আঘাত হানে।
বাপের পরিচয় যার মা জানেনা,
সন্তান জানবে কোন ভাবে?
নবীর প্রতি সেই কুলাঙ্গার - নাস্তিক,
কুতসা ছড়ায় আর্থিক লোভে।
যারা পায়নি পরিবারের প্রকৃত শিক্ষা,
পায়নি বাবা মায়ের শাসন।
তারাই কেবল বিশ্বনবীর চরিত্রে,
দিতে চায় কালিমার লেপন।
যারা নারী জাতীকে ভোগের সামগ্রী ভাবে,
বিছানায় চায় না হক - বে হক!
তারাই নবীর চরিত্রে কালিমা লেপনে,
করে সারাদিন-রাত বকবক।