🎈🎈আজ মরলে কাল হাশর।
বেজে উঠবে আমলের কাশর।
🎈🎈মানুষ মরলে থাকে স্মৃতি।
স্মরণীয় হয় যদি থাকে নীতি।
🎈সম্পদ গড়ে কি লাভ হবে।
কাফনের কি পকেট রবে?
🎈🎈সম্পদ বেশি হলে অনৈক্য হয়।
ভাইয়ে ভাইয়ে শান্তি নাহি রয়।
🎈🎈অর্থই অনর্থের মূল।
স্বার্থের মোহে পড়া ভুল।
🎈🎈ভুল মানুষের প্রেমে পড়ে।
দিওনা জীবন নষ্ট করে।
🎈🎈কাঊকে বিশ্বাস করার আগে।
মনে যেন প্রশ্ন জাগে।
🎈🎈যদি তুমি সৎ থাকো।
কভু তুমি হাড়বে নাকো।
🎈🎈জীবন মানে ই গতি।
টেনোনা এতে যতি।
🎈🎈সুখের খোজ পেতে হলে।
যাও মায়ের আঁচল তলে।