এসেছে ধরায় দেখ-- নববর্ষের মাহেন্দ্রক্ষণ।
এবার তোরা মানুষ হ - নে মানুষ হবার দৃকপাত পণ!
যার সাথে বিগত বছর -- ছিল সঙ্ঘাত, স্বার্থের ভীরে শুষ্কতা!
পুরিয়ে ফেল না স্বার্থের যত জঞ্জাল - হৃদয়ে টেনে তোল মনুষ্যত্ব তা!
গতরের জোরে উচ্ছেদের পরে করলি জবরদখল! - এইসব বাদ দে এবার!
এই বর্ষ শুধু ই তাদের - মানবিক মানব সকল!
প্রেমের নামে ক্রোধ কামে! - করলি না কত ই অনাচার!
এই নব বর্ষে হৃদয় ঘিরে রবে- হৃদয় নিংড়ানো ভালোবাসা চার!