নেই সেই আগের মতো,
   ভাইয়ে ভাইয়ে মিল।
নেই সেই আগের মতো,
   পুকুর নদী বিল।

নেই সেই আগের মতো,
   গ্রামের মাঠ ঘাট।
নেই সেই আগের মতো।
   বইয়ের নীতি -পাঠ।

নেই সেই আগের মতো,
    মুগ - মশুরির স্বাদ।
নেই সেই আগের মতো,
   নদীর তীরের বাঁধ।

নেই সেই আগের মতো,
   ধর্মীয় আচার - রীতি।
নেই সেই আগের মতো।
     সামাজিক ন্যায় - নীতি।

নেই সেই আগের মতো,
   বড়দের শাসন।
নেই সেই আগের মতো,
   বোনের মতো আসন।

নেই সেই আগের মতো,
   বাবার আদেশ পালন।
নেই সেই আগের মতো,
    পিতার স্মৃতি লালন।

নেই সেই আগের মতো,
   শিক্ষকের কথা মানা।
নেই সেই আগের মতো,
    অতিথি ডেকে আনা।

নেই সেই আগের মতো,
   পুঁথি পাঠের আসর।
নেই সেই আগের মতো,
    বিয়ের পূণ্য বাসর।

নেই সেই আগের মতো,
   মায়ের প্রতি টান।
নেই সেই আগের মতো,
  হৃদয় ছোয়া গান।

নেই সেই আগের মতো,
  বই কেনার ধুম।
নেই সেই আগের মতো,
    নাসিকা ডাকা ঘুম।

নেই সেই আগের মতো,
  কবিতা পড়ার ঝোক।
নেই সেই আগের মতো,
  মনের মতন লোক।

নেই সেই আগের মতো,
  পথের পাশে গাছ।
নেই সেই আগের মতো,
  মজার দেশি মাছ।

নেই সেই আগের মতো,
   খাটি প্রেমের সুখ।
নেই সেই আগের মতো,
   সাহস ভরা বুক