ইয়া নবী সালাম আলাইকা।
ইয়া রাসুল সালাম আলাইকা।
ইয়া হাবিব সালাম আলাইকা
সলাওয়াতুল্লাহ আলাইকা।
তুমি যে প্রভুর প্রিয় জন।
প্রভু তাই সৃজিল এ ভুবন।
তোমার জনম নাহি হইলে,
কিছুই না হইতো সৃজন।
হাশরের সেই কঠিন দিনে।
থাকিবে সবাই পেরেশানে।
কেউ তোমার সুপারিশ বিনে,
জান্নাত পাইবে কেমনে?
সুর্যের কঠিন তাপ যখন,
তৃষ্ণায় বুকে ধরে ফাটন।
কাউসারের সুধা বিলিয়ে।
পিপাসার দিবে প্রশমণ।
তুমি যে নবীদের সরদার।
উম্মতের জামিনদার।
তোমার ই নামের উছিলায়,
মিলন আদম হাওয়ার।