হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ- বিশিষ্ট রাবি।
নিষেধাজ্ঞা রইল - করলে মোমিন দাবি।
একজন মোমিনের মধ্যে থাকবে না বদগুণ।
মোমেন কখনো ভর্তসনা করে না অপ্রয়োজন।
কারো প্রতি অভিসম্পাত নয় মোমিনের কাজ।
অশ্লীল গালমন্দ মোমিনের নিষিদ্ধ চরম লাজ।
নির্লজ্জ বেহায়া মোমেন নাহি হবে।
লজ্জার সাথে সে সবসময় ই রবে।
ইমাম বায়হাকি