মাইয়ার নাম ময়না,
মিছে মোটেই কয়না।
যতই কিছু খায়না সে,
পেটে মোটেই রয়না।
মাইয়ার নাম ময়না,
কোন কিছু তে ভয় না।
যত কিছু কয়না কেউ
রেগে ফেটে রয় ই না।
মাইয়ার নাম ময়না,
মিছা রে হাছা সয়না।
ফুল লতাপাতা দিয়ে,
বানায় নানান গয়না।।
মাইয়ার নাম ময়না,
দেখে বেড়ায় আয়না।
সাজুগুজু শেষ না করে,
কোন কিছু ই খায় না।
মাইয়ার নাম ময়না।
নড়াচড়া তার হয় না।
বস্তার মতো শুয়ে,
নিজেকে ভাবে সুনয়না ,
২) ময়নার গয়না,,,
ময়না গেছে গয়না কিনতে,
পার্সে নিলো টাকা।
দাম পরিশোধ করতে যে,,,
হলো ভেবাচেকা!
পুরো পার্স ফাকা!
ময়না বলে এমন হলে তো,,
প্রাণে তে সয় না,,
এটার বিহিত করতে যে,,,,
পুলিশ জানে না?
আঘাত হানে না!
পুলিশ কেস করতে যাইয়া,
গেছে গা ফাইসা!
দারোগা সাব আইসা বলে ,
আপ হে ক্যায় সা?
দে কিছু পয়সা "
ময়না বলে গয়না গড়া,
এবার হয় না,
পুলিশে বসে থাকে শুধু ই,,
এ কোন বাহা না?
সে তো ঠেহা ই না,,,
হাজার দুই ব্রাইব মানি,
দিতে হয় শেষে,
পানি খেতে খেতে হঠাৎ সে,,,
টাকা আছে আছে,
দোড়ে আগা পিছে,,
লাফিয়ে লাফিয়ে এসে বলে,
অন্য পার্সে টাকা,
গাধার মতো আমি শুধু ই!!
খাই ভেবাচেকা।
আমি না কি বোকা!!
দারোগা সাব ফেরত দেন,,,
টাকা যা দিয়েছি,,
দারোগা বলে ভালো করে ই
জানি তোর মতি,,
ফ্রড করে ক্ষতি?
সরকারি কাজে ব্যঘাত রে,,,
করে ছলাকলা,
মামলায় ঢুকে যাবি তুই,
ভালো করে বলা,
ধরে পথ চলা,,,,,