মায়ের সেবা করো সবাই,
শ্রদ্ধা রাখো মায়ের প্রতি।
মায়ের অবহেলা করলে,
ক্রোধে ফাটেন বিশ্বপতি।
তোমার মা বা অন্যর মাতা,
ব্যাবধান করোনা তো কোন।
সকল মা শ্রদ্ধার পাত্র,
এই কথা মন দিয়ে শোন।
বেহেশত যদি পেতে চাও,
মায়ের সেবা করতে থাকো।
মায়ের দোয়া দ্রুত পৌছায়,
প্রভুর দরবারে জেনে রেখো।