মাতৃভাষা,,,,
এম এম মিজান।
ফেব্রুয়ারীর একুশ তারিখ,
ফাল্গুন মাসের আট।
রক্তে রঞ্জীত হয়েছিল
বাংলার রাজপথ -মাঠ।
পাক হানাদার চাপিয়ে দিল,
উর্দু হবে রাস্ট্র ভাষা।
ছাত্র জনতা মিছিলে মিছিলে,
রুখে দিল তাদের আশা।
মায়ের ভাষার মান রাখতে,
বুলেটের সামনে এসে।
রক্ত দিয়ে ভাষা টিকিয়ে দিল
মরলো যে বীরের বেশে।
রফিক, শফিক জব্বার ও,
নাম না জানা কত জনে।
বাংলা ভাষার দাবিতে সেদিন,
নেমে পরে মাঠে ময়দানে।
অকাতরে জীবন দান করে,
মাতৃভাষা ছিনিয়ে আনে।
বাংলা তাই আমাদের দখলে,
ছড়িয়ে আছে সবখানে।