মোটা আর মুটি।
দারুণ এক ঝুটি।
এটা সেটা নিয়ে
করে খোটাখুটি।
মোটা কয় শোন,
তুই যে বেশ মুটি।
খাবার কমিয়ে,
খা শুধু ই রুটি।
মুটি কয় শোন,
তুই এতো ই মোটা।
লোকজন মোরে,
দেয় শুধু খোটা।
মোটা কয় ওরে,
ভুতের মুখে রাম!
সারাদিন খাস,
কর কোন কাম।
সারাদিন শুয়ে,
টিভি দেখিস এই।
তোর ভারে খাট,
নড়ে উঠবেই।
মুটি কয় মোটা!
খাওয়া ছেড়ে দিয়ে।।
স্লিম হয়ে যা,
বেশি পানি পিয়ে।
ড্রাইভার যতো,
চায়না তোরে নিতে।
দুই সিট মেরে।
যেতে চাস ফ্রি তে।
মোটা কয় মুটি,
চাউল আনি যতো।
তুই আধা খাস,
বসে অবিরত।
তোর কথা বলে,
মানুষ হাসে রোজ।
খাদ্য পেলে হস,
বড়ো ই অবুঝ।
মুটি কয় মোটা রে,
মাছ -গোস বাদ দে,
খা শুধু পুটি রে,,