মশা যেন বাড়ির মালিক
   ভাড়াটিয়া আমরা যেন ।
কানের কাছে এসে, -"বলে তোরা"
  "দখল করে আছিস কেন"?

আমরা যেন মশার প্রজা
   মশা যেন আমাদের রাজা।
কারণে অকারণে তাইতো
   আমাদের দিতে চায় সাজা।

মশা যেন মহান গায়ক,
শ্রোতা হলাম আমরা তারি।
রাত দুপুরে গান শোনাবে
  মজমা ছেড়ে যেতে না পারি।

মশা যেন বড় জমিদার,
  বর্গা চাষী আমরা হই!
নিত্য খাজনা রক্ত দিব
   নয়তো দেহ-মালিক নই!

মশা যেন ইসরায়েলের,
  স্ব শস্ত্র সৈন্য দল!
মশারী তে বিনা বাধায়
ঢুকে যাবে দিয়ে ছল-বল।

মশা যেন সানি লিওন,
   ঢেকে রাখা ভীষণ লাজ!
উদলা গায়ে আলতো ছুঁয়ে,
   চালাতে চায় তাহার কাজ!

মশা যেন শিখেই গেছে,
  একতা ই শক্তি - বল!
সব মশা এগিয়ে এসো
  খুঁজে দেখ মনুষ্য দল!

নেই তো মশার লাজ শরম,
   কি যে করমু নেই জানা।
টয়লেটে গিয়ে বসি যদি,
  বেকুব মশা দেয় হানা 😄😄


,,,,

মশা নিয়ে মশকরা,,,,,

দাদা কলিম মিয়া রসিক অতি
  যেন কথায় রসের হাড়ি।
ছোট্ট নাতি কে ডেকে বলে তুই
   কাছে আয়না রে তাড়াতাড়ি।

নাতি এলে পাশে রেখে বলে শোন
  বুদ্ধি নয়তো একেবারে বাজে।
তুই যদি চাস পালন করস
   লাগতে পারে তোর ব্যাপক কাজে।

কয়েল কেনার টাকা বেচে যাবে,
  মশারী কেনার টাকা রেখে জমা।
বাড়ি গাড়ি দালান হয়ে ই যাবে,
  সুখে থাকবে লাভার অনুপমা।

নাতি তার আগ্রহ নিয়ে -ও দাদা?
   বলেন শুনি কি সেই দামি কাজ।
দাদা বলেন কানের সাথে মুখে
  চলবে না একটুও পেলে লাজ!

নাতি বলে- "ও দাদা ভাই বলেন "!
  লাজের খেয়ে নিলাম ষোল আনা।
এমন কাজে বলদ সাজে রয়
তার খাওয়া উচিত কান টানা।

দাদা বলেন বুদ্ধি জব্বর!
    পালনে  পেয়েছি যে দারুণ ফল।
অক্ষরে অক্ষরে পালন করবি,
     নয়তো হয়ে যাবে রে নিষ্ফল।

মশাগুলো  অনেক লাজুক প্রাণী,
  লজ্জায় হয়ে যায় বেশ লাল।
আলো তে তারা বেপর্দা চলাফেরা
  করেনা তাইতো কস্মিনকাল।

আধার ঘরে ঘুমাস যখন তুই
   মশারা ব্লাড কালেকশনে লাগি।
গানের আসর জমিয়ে তুলবে
  তোকে থাকতে হবে ত রাত জাগি।

ঘুমের ঘোরে মশা তাড়ানো যাবে,
   নিতম্বের বসন দিস তুলে!
লজ্জা পেয়ে মশা পালিয়ে যাবে,
  রক্ত খাওয়া যাবে চির ভুলে! 😃😃