পাওনা টাকা চাইলে তিনি,
তেলেবেগুনে ওঠে রেগে।
বলে, যা এখান থেকে ভেগে।
আসবিনা আর কোনদিনি।
পাবিনা কোন টাকা।

শুধু শুধু কি পেতেছি হাত?
মাথার ঘাম পায়ে ফেলে ।
গিয়েছি ঠেলাগাড়ি ঠেলে।
চাই পেটে দিতে দুটো ভাত।
অযথা করো বকাঝকা।

শ্রমিকের মজুরি না দিয়ে,
তোমরা গড়ো বাড়ি গাড়ি।
ধনী হতে চাও তাড়াতাড়ি।
শান্তি পাবে কবরে গিয়ে?
কাজটা কি করছো ঠিক?

শ্রমিকের ও আছে পরিবার।
স্ত্রী সন্তান থাকে চেয়ে।
কত খুশি ডাল -ভাত খেয়ে।
দাও শ্রমিকের অধিকার।
সাম্য ছড়িয়ে দে চতুর্দিক।